আবেদনপত্র পূরনের নির্দেশনাবলী
০১. * চিহ্নিত ঘর গুলো সতর্কতার সাথে পূরণ করুন
০২. অনলাইনে আবেদনের জন্য নিম্নে উল্লেখিত ফর্মটি অবশ্যই বাংলা ইউনিকোড ফন্টে পূরণ করতে হবে৷
০৩. বাংলা ইউনিকোড ফন্টে টাইপ করার জন্য আপনার কম্পিউটারে Bijoy Bayanno Install করে এবং কীবোর্ড এর সাহায্যে Ctrl + Alt + V চাপুন এর পরে আবেদনপত্র পূরণ করুন। বিস্তারিত ফরম পূরনের নিয়মে দেখুন।
০৪. আবেদন ফরমটি পূরণ করে সাবমিট করার পর ডাউনলোড করে প্রিন্ট করুন
০৫. অনলাইনে আবেদন ফরম যথাযথভাবে পূরণপূর্বক সফলভাবে সাবমিট করার পর ফাইনাল কম্পিউটার প্রিন্ট আউট কপির সাথে মোংলা বন্দর কর্তৃপক্ষ এর অনুকুলে যে কোন তফশিলী ব্যাংক হতে ১ নং থেকে ৫ নং ক্রমিকের পদের ক্ষেত্রে ৬০০/- (ছয়শত) টাকা, ৬ নং ক্রমিকের পদের ক্ষেত্রে ৫০০/- (পাঁচশত) টাকা, ৭ নং থেকে ৮ নং ক্রমিকের পদের ক্ষেত্রে ৩০০/- (তিনশত) টাকা এবং ৯ নং থেকে ১০ নং ক্রমিকের পদের ক্ষেত্রে ২০০/- (দুইশত) টাকা পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য), ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা ০৩ কপি ছবি সংযুক্ত করে এবং খামের উপর পদের নাম উল্লেখপূর্বক পরিচালক (প্রশাসন), মোংলা বন্দর কর্তৃপক্ষ, ডাকঘর- মোংলা-৯৩৫১, জেলা- বাগেরহাট বরাবর ২৮-১২-২০২২ খ্রিঃ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে।।
০৬. প্রার্থীর ছবি ও স্বাক্ষর এর ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা অথবা ট্যাসপারেন্ট হবে।
০৭. অনলাইন আবেদনের ক্ষেত্রে কোনরুপ সমস্যার সম্মুখীন হলে ১৩-১২-২০২২ তারিখ পর্যন্ত msoftbd@gmail.comএ যোগাযোগ করুন